Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
২ নং গোবরাতলা ইউনিয়ন..
বিস্তারিত

ইউনিয়নের পরিচিতি ও নামকরনের ইতিহাসঃ চাঁপাইনবাবগঞ্জ  জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন একটি জনবহুল ইউনিয়ন । লোকমুখে শোনা যায় বহুদিন পূর্বে এই অঞ্চলে প্রচুর গরুর খাটাল পাওয়া যেত । যারফলে প্রচুর পরিমানে গোবর পাওয়া যেত । কোন এক জমিদার সে গোবর থেকে গোবরাতলা নামটি নামকরন করেন ।স্বাধীনতা পরবর্তী সময়ে এটি ইউনিয়নে রুপান্তরিত হয় । তথ্য থেকে জানা যায় ১৯৭৪ সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় । ব্জেলা শহর থেকে প্রায় 16 কি:মি: দুরত্বে এটি অবস্থিত । এই ইউনিয়নের আয়তন প্রায় 14 বর্গকিমি। বর্তমানে প্রায় ৪০০০০ জনসংখ্যার ইউনিয়টিতে মসুলমান, হিন্দু, খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায় বসবাস করে । কৃষি প্রধান এলাকা হিসেবে ইউনিয়টি পরিচিত। মহানন্দা নদী বিধৌত ইউনিয়টিতে  ৩৫০০ হেক্টর জমিতে আম, কাঁঠাল, মাল্টা, পেয়ারা, ধান, গম, আঁখ, কলা পেপে, বিভিন্ন প্রকার শাকসবজি,কালাইসহ প্রায় সবধরনের সবজি চাষ করা হয়।

 

 

ইউনয়িন পরষিদের সম্পত্তরি বিবরণী: মৌজা: মহিপুর, আরএস খতয়িাননং৬৪০ সাবেগ দাগ নং- 345, হাল- 952, জমির পরমিাণ ৫০ শতক।

ইউনিয়নের বেসিক তথ্য

ক্র: নং

তথ্যের ধরণ

বিস্তারিত তথ্য

০১

ইউনিয়নের আয়তন

15 বর্গ কিলোমিটার

০২

জমির পরিমাণ

কৃষি জমির পরিমাণ- 6875 একর

পতিত- 805 একর

০৩

জনসংখ্যা

মোট জনসংখ্যার পরিমাণ ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট 27983 জন; যার মধ্যে পুরুষ-13724 জন এবং মহিলা 14259 জন।

০৪

স্বাক্ষরতার হার %

43%

০৫

মুক্তিযোদ্ধার সংখ্যা মুক্তিযোদ্ধা ভাতা-০৬ জন

০৬

বিভিন্ন ভাতা ভোগীর নাম

বয়স্ক ভাতা-৮১৯ জন, বিধবা ভাতা-৪০৭ জন, প্রতবন্ধী ভাতা-৩৯৩ জন, ভিজিডি ভাতা-১৪৩ জন, মাতৃত্বকাল ভাতা-১৬৮ জন, ভজিএিফ- ১৮৭০ জন।

০৭

বিখ্যাত ব্যক্তি (ক্রীড়া, সংস্কৃত, লেখক, অভিনেতা, পদস্থ কর্মকতা)

01। সমাজ সেবক- মৃত সাজ্জাদ আহাম্মেদ মিয়া

০২। সাবেক সচিব- আমিনুল ইসলাম আজিজি

০৩। সাবেক উপসচিব- মো: আমিনুল ইসলাম

০৪। সাবেক উপসচিব- মো: আবুল কাসেম

০৮

ইউনিয়ন কিসের জন্য বিখ্যাত (যদি থাকে)

মিষ্টি (রসগোল্লা) এর জন্য।

০৯

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ ২টি, মাদ্রাসা 01 টি, প্রাথমিক বিদ্যালয় 13টি, উচ্চ বিদ্যালয়05টি, নূরানী মাদ্যাসা 10টি ও হাফেজ খানা 03টি

১০

খেলার মাঠ

01। সরজন স: প্রা: বিদ্যালয় মাঠ

02। দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠ

03। মহিপুর এস এ এম উচ্চ বিদ্যালয় মাঠ

04। মহিপুর কলেজ মাঠ।

05। বেহুলা মাঠ

06। গোবরাতলা স: প্রা: বিদ্যালয় মাঠ

১১

গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত অন্যান্য অফিসার (যদি থাকে)

০1। ডাক্তার- ডা. মো: মোস্তাফিজুর রহামান

                (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ)

02। ডাক্তার- ডা. মো: আব্দুল মজিদ

                (নবাবগঞ্জ সদর হাসপাতাল)

03। ডাক্তার- ডা. মো: আব্দুল হাকিম

                (রাজশাহী মেডিকেল কলেজ)

04। মেজর- মো: আরিকুল আলম

05। ড. মো: রেজাউল করিম ( এসিস্টেন্ট প্রফেসর, সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়)

১২

নদ-নদীর তথ্য

মহানন্দা নদী।

১৩

পুকুর,বিল, দাঁড়া (সরকারি/ব্যক্তিমালিকানাধীন)

পুকুর- ১০৫টি, বিল- ০২ টি, খাল- ০৭ টি।

 

১৪

ঐতিহাসিক স্থান

01। চাঁপাইমহেষপুর জ্বিনির মসজিদ

02। নাঁধাইকৃষ্ণপুর কালী মন্দীর।

১৫

বিনোদন কেন্দ্র/দর্শনীয় স্থান

নাই

১৬

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ 76টি, মন্দির ৫টি, গীর্জা ২টি

১৭

সাংস্কৃতিক গোষ্ঠী

রস-কস গম্ভীরা গোষ্ঠী

১৮

হাট বাজারের তথ্য

গোবরাতলা বাজার, মহিপুর বাজার।

১৯

ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসের নাম

বসতবাড়ীর কর, ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহন ফি, সায়রাত মহল ইত্যাদি।

 

২০. এ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত চেয়াম্যানের নাম

 

ক্রমিক

চেয়ারম্যানের নাম

দায়িত্ব পালন সময়

০১

আলমগীর আজিজি

11/03/1974 হতে 01/03/1977

০২

আফতাব উদ্দীন  মিঞা

01/03/1977 হতে 22/02/1984

০৩

আলমগীর আজিজি

22/02/1984 হতে 21/07/1988

04

বিলায়েত আলী

21/07/1988 হতে 27/04/1992

05

সানজুর আলী

27/04/1992 হতে 02/03/1998

06

রমজান আলী

02/03/1998 হতে 30/03/2003

07

আসজাদুর রহমান (মান্নু মিঞা)

30/03/2003 হতে 07/08/2011

08

আরাফুল ইসলাম আজিজি

07/08/2011 হতে 14/08/2016

09

আসজাদুর রহমান (মান্নু মিঞা)

14/08/2016 থেকে বর্তমান

 

২১. শিক্ষাপ্রতিষ্ঠানঃকলেজ-মহিপুর কলেজ, গোবরাতলা মহিলা কলেজ।

মাধ্যমিক বিদ্যালয়-সরজন আর্দশ উচ্চ বিদ্যালয়, দিয়ারধাইনগর উচ্চ বিদ্যালয়, মহিপুর উচ্চ বিদ্যালয়, বেহুলা উচ্চ বিদ্যালয়  এবং গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা- মুনসেফপুর দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়- সরজন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিনচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়ার ধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় , মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুডিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  চাঁপাইমহেশপর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমারক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কলেজের বিবরণ: মহিপুর ডিগ্রী কলেজটি 1992 সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে কজেলটিতে এইচ এস সি, ডিগ্রী (পাশ কোর্স) ও অনার্স কোর্স চালু রয়েছে। গোবরাতলা মহিলা কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।